আলোর ফেরিওয়ালা

বিশেষ প্রতিবেদন:
বিদ্যুৎ সংযোগ নিতে এখন আর বিদ্যুৎ কেন্দ্রে যেতে হবে না। আলোর ফেরিওয়ালারা আসবে বিদ্যুৎবিহীন মানুষের ঠিকানায়। মাত্র পাঁচ মিনিটেই লেগে যাবে সংযোগ। ইতোমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংযোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতিকে কমপক্ষে দশটি করে ভ্যান নামাতে বলা হয়েছে। এসব ভ্যানে আবেদনপত্রের পাশাপাশি থাকবে বৈদ্যুতিক সরঞ্জাম। গ্রাহক আবেদনের সঙ্গে সঙ্গে সংযোগ লেগে যাবে। এ পর্যন্ত বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি এমন ২৫০ ভ্যান নামিয়েছে। আর নতুন এই পদ্ধতিতে এখন পর্যন্ত সংযোগ লেগেছে ১০ হাজার।

এক সময় বিদ্যুৎ সংযোগ মানেই দুরূহ একটি বিষয় ছিল। নানা প্রতিবন্ধকতা আর তদবির উৎকোচ ছাড়া বিদ্যুৎ সংযোগ মিলতই না। প্রথম মেয়াদে সরকার গঠনের পর দেশের বিদ্যুতের হাল এতই খারাপ ছিল যে নতুন বিদ্যুৎ সংযোগ একেবারে বন্ধ করে দেয়া হয়েছিল। পরবর্তীতে বিদ্যুৎ সংযোগ চালু হলেও ভোগান্তি ছিল। কিন্তু সরকার ২০২১ সালের মধ্যে সারাদেশের সব মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ঘোষণা দিলে সংযোগ দেয়ার গতি বেগবান হয়।

আরইবি প্রতিমাসেই গড়ে তিন লাখের মতো বিদ্যুৎ সংযোগ দিচ্ছে। এর আগে গ্রামের স্কুলে গিয়ে মাইকিং করে যেসব গ্রাহক বিদ্যুৎ নিতে চাইতো তাদের এক দিনেই সংযোগ লাগিয়ে দেয়া হচ্ছিল। গত ২৪ ডিসেম্বর থেকে হরিণাকুণ্ডু উপজেলা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শেখ আবদুর রহমান নিজ উদ্যোগে একটি ভ্যান নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া শুরু করে। গত ২৪ ডিসেম্বর এই উদ্যোগ শুরুর পর বিষয়টি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের দৃষ্টিতে এলে তিনি সংস্থা প্রধানদের ডেকে পাঠান। সকল সংস্থা প্রধানদের কাছে জানতে চান এ ধরনের উদ্যোগ ঝিনাইদহে নেয়া গেলে সকল সংস্থার সবখানে কেন নেয়া যাবে না। তিনি এভাবে সেবা নিয়ে মানুষের দরজায় যাওয়ার জন্য বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রধানদের নির্দেশ দেন।

আরইবি সূত্র বলছে, আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মঈন উদ্দিন সারাদেশের সব পল্লী বিদ্যুৎ সমিতিকে ভ্যান নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেন। কমপক্ষে একটি সমিতি ১০টি ভ্যান তৈরি করে মানুষের কাছে সেবা পৌঁছে দেয়ার নির্দেশ দেন তিনি। চেয়ারম্যানের ওই নির্দেশের পর প্রতি দিনই কোন না কোন সমিতি এ ধরনের সেবা চালুর বিষয়ে আরইবিকে জানাচ্ছে। এদের মধ্যে অনেকেই এখনও ভ্যান তৈরি করছে কেউ লোক ঠিক করছে। দিন কয়েকের মধ্যে সকল পিবিএস এই সেবা প্রদানের কাজ শুরু করবে বলে জানা গেছে।

বিদ্যুৎ বিভাগ বলছে সারাদেশের ৯৪ ভাগ মানুষের ঘরে এখন বিদ্যুতের সুবিধা পৌঁছে গেছে। আর বাকি রয়েছে ৬ ভাগ মানুষ। এই ছয়ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে বড়জোর আর ছয়মাস সময় প্রয়োজন হবে। তবে শতভাগ বিদ্যুতায়নের পরও বিদ্যুৎ সংযোগের কাজ একই গতিতে চালিয়ে যেতে চান সংশ্লিষ্টরা। প্রতি দিনই নতুন বাড়িঘর নির্মাণের ফলে কোথাও না কোথাও নতুন সংযোগের জন্য অপেক্ষা করবে গ্রাহক। এসব গ্রাহকের চাহিদাও চাওয়া মাত্রই পূরণ করার নির্দেশ দিয়েছে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.