নিজস্ব প্রতিবেদকঃ
মজা করার জন্য মানুষকে হয়রানি আর নয়। ইউটিউব এই নীতি গ্রহণ করেছে। বিশ্বের সেরা ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব তাদের সব মজার ভিডিও ব্যান করে দিচ্ছে।
বাংলাদেদেশতো বটেই বিশ্বের অনেক ইউটিউবারের মধ্যেও এমন অনেক কে পাওয়া যায়, যারা প্র্যাঙ্ক এর নামে রাস্তা ঘাটে অনেককেই হয়রানি করে থাকে। তবে গত বছর দেশি কয়েকজন ইউটিউবারের প্রতিরোধের কারনে এখন তা অনেকটা কমে এসেছে। যদিও কিছু টিভি চ্যানেল এই আইডিয়াটির উদ্ভব করেছিলো।
জনপ্রিয় ‘বাজফীড’ এর এক রিপোর্টের মাধ্যমে গত এপ্রিলেই দেখিয়েছিলো, কিভাবে নাকের ডগায় এসব কন্টেন্ট ভেসে বেড়াচ্ছে। যদিও এই ধরনের প্র্যাঙ্ক ভিডিও অনেক ভিউ আনে, কিন্তু ইউটিবের মতে, এমন কন্টেন্ট অপব্যবহারের মত।
ইউটিউবে ফানি বিষয় কোনটি, এব্যাপারে বলা আছে, ফানি মানে এই নয় যে তা সীমা অতিক্রম করবে, কিংবা ভয়ংকর পর্যায়ে চলে যাবে।
গত মে তে, মিনেষ্টোনা প্রদেশের এক মেয়েকে (মোনালিসা পেরেজ, ২০) ছয় মাসে জেল দেওয়া হয়, যার কারন ছিলো, তার বয় ফ্রেন্ডকে ফানি ভিডিও বানানোর সময় শুট (গুলি) করে মেরে ফেলে, যার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। আর এর পরই নড়ে চড়ে বসে বিশ্বের সেরা এই গনমাধ্যমটি। মজা করা অর্থকে কারো জন্য ক্ষতিকর পর্যায়ে নিয়ে যেতে চান না এরা।
Be the first to comment