২২ জানুয়ারি থেকে জবিতে চলচ্চিত্র উৎসব

নিজস্ব প্রতিবেদক:
দেশীয় চলচ্চিত্রের প্রচার ও প্রসারের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ তিন দিনব্যাপী ‘আমাদের সিনেমা’ শীর্ষক চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে চলেছে। আগামী ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। উৎসবে গত বছরের দর্শক সমাদৃত ও আলোচিত আটটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

চলচ্চিত্র প্রদর্শনের সময়সূচি :

মিঃ বাংলাদেশ (২২ জানুয়ারি, সকাল ১০টায়), স্বপ্নজাল (২২ জানুয়ারি, দুপুর ১ টা)
পোড়ামন ২ (২৩ জানুয়ারি, সকাল ৯টা ৩০ মিনিট), পাঠশালা (২৩ জানুয়ারি, দুপুর ১২টা), মাটির প্রজার দেশে (২৩ জানুয়ারি, দুপুর ১টা ৪৫ মিনিট),
দহন (২৪ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিট), কমলা রকেট (২৪ জানুয়ারি, সকাল ১১টা ৪৫ মিনিট) এবং দেবী (২৪ জানুয়ারি, দুপুর ১টা ৩০ মিনিট)।

উৎসবের অংশ হিসেবে ‘জেনারেটিং অডিয়েন্স : ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড পাবলিক স্ক্রিনিং অ্যাট কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটি’ শীর্ষক এক সেমিনারের আয়োজন ও করা হবে। সেমিনারের সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের শ্রদ্ধেয় মেন্টর অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। এছাড়াও অংশগ্রহণকারী চলচ্চিত্রসমূহের পরিচালকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.