চলতি অর্থবছরে ১৪ লাখ ২০ হাজার টন জ্বালানি তেল আমদানি করা হবে

জ্বালানি তেল

নিজস্ব প্রতিবেদক;
২০১৮-১৯ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৭২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে মোট ১৪ লাখ ২০ হাজার টন জ্বালানি তেল আমদানিসহ মোট ৬টি ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের এসব তথ্য জানান।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নাসিমা বেগম জানান, এ অর্থবছর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, কুয়েত ও ফিলিপাইন থেকে মোট ১৪ লাখ ২০ হাজার টন জ্বালানি তেল আমদানি হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৬ হাজার ৭৭২ কোটি ৮৭ লাখ টাকা। এর মধ্যে গ্যাস ওয়েল ১১ লাখ ৯০ হাজার টন, জেড এ-১ এক লাখ টন, মোটর গ্যাস ৩০ হাজার টন এবং ফার্নেস ওয়েল ১ লাখ টন থাকবে। বিশ্বের ৬টি দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির লক্ষ্যে এ বছরের জানুয়ারি-ডিসেম্বরে নেগোসিয়েশনের পরিমাণ এবং জানুয়ারি-জুন প্রান্তিকের প্রিমিয়াম ও মূল্যের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
অতিরিক্ত সচিব জানান, ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন প্রি পেমেন্ট মিটারিং প্রজেক্ট ফর ডিস্ট্রিবিউশন কুমিল্লা ও ময়মনসিংহ জোন’ প্রকল্পের আওতায় ১ লাখ ৫০ হাজার ৫৭৫টি প্রি-পেমেন্ট মিটার এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সেবাসহ যন্ত্রাংশ কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৩৭ কোটি ৭৫ লাখ টাকা

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.