সিলেট সিক্সার্সকে হারিয়েছে খুলনা

নিজস্ব প্রতিবেদক:
বুধবার রাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে খুলনা টাইটানস হারিয়েছে সিলেট সিক্সার্সকে।

বুধবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডেভিড ওয়ার্নার বিহীন সিলেটকে ২১ রানে হারিয়েছে খুলনা।

দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে খুলনা। তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৭০ রান। জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রানে আটকে যায় সিলেট সিক্সার্স।

ম্যাচে সিলেটকে কখনোই মনে হয়নি যে জিততে যাচ্ছে। দলের সংগ্রহে কোন রান যোগ না হতেই লিটন দাসকে বিদায় করেন শুভাশিষ রায়। জাতীয় দলে ফেরার সুখবর নিয়ে খেলতে নেমেছিলেন সাব্বির রহমান। কিন্তু সেই একই গল্প। ধারাবাহিকতার বড্ড অভাব। তেমন কোন সাফল্য না পেয়েও নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে ডাক পেলেন বুধবার। কিন্তু এদিনই সিলেটের এই ব্যাটসম্যান ফিরেন মাত্র ১৩ রানে।

আফিফ হোসেন কিছুটা সময় লড়ে ফিরে যান ২৪ বলে ২৯ রানে। তবে চেষ্টা করেছিলেন মোহাম্মদ নওয়াজ। ৩৪ বলে ৫৪ রান করেন তিনি। আর নিকোলাস পুরান ফিরেন ২৮ রানে। খুলনার স্পিনার তাইজুল ইসলাম ৩২ রান খরচায় নেন ৩ উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে খুলনার দুই ওপেনার ব্রেন্ডন টেলর এবং জুনায়েদ সিদ্দিকী দুর্দান্ত লড়েছেন। ৬.৫ ওভারে দু’জন গড়েন ৭৩ রানের জুটি। ২৩ বলে ৩৩ রান করে ফিরেন জুনায়েদ সিদ্দিকী। অবশ্য এরপরই আল আমিন হোসেন মাত্র ২ রান করে ধরেন সাজঘরের পথ।

নাজমুল হোসেন শান্ত ১৩ বলে ১৭ রানে আউট। এরইমধ্যে ভয়ঙ্কর হয়ে উঠা টেলরকে আটকে দেন অলক কাপালি। খুলনার এই জিম্বাবুইয়ান ওপেনার ৩১ বলে ৪৮ রান করে ফিরে যান ড্রেসিংরুমে। হতাশ করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সেই কাপালির ঘূর্ণিতে স্ট্যাম্পিং হয়ে ফিরেন। ব্যর্থ আরিফুল হকও।

অবশ্য এরপরই দলের দক্ষিণ আফ্রিকান রিক্রুট ডেভিড ভিসার দারুণ লড়েছেন। দক্ষিণ আফ্রিকান এ অলরাউন্ডার ২৫ বলে করেন ৩৮ রান। ৯ উইকেট হারিয়ে ১৭০ রানে থামে খুলনা। সিলেটের তাসকিন এবং মোহাম্মদ নওয়াজ শিকার করেছেন দুটি করে উইকেট। অলক কাপালি ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট। প্রথমবারের মতো টি-টুয়েন্টিতে তিনি পেলেন চার উইকেট। বুঝিয়ে দিলেন এখনো ফুরিয়ে যান নি!

চলতি বিপিএলে ৯ ম্যাচ খেলে দ্বিতীয় জয় পেল খুলনা। আর সিলেটেরও সমান পয়েন্ট। তবে তারা খেলেছে আটটি ম্যাচ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.