নিউজ ডেস্ক:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের কখনও স্বপ্ন ছিল না যে ঘরে ঘরে বিদ্যুৎ যাবে। কিন্তু এখন সবার ঘরে বিদ্যুৎ আছে। কিন্তু এক সময় তা আমরা কল্পনাও করিনি। এখন বাংলাদেশের এমন কোনও গ্রাম নেই যে গ্রামে বিদ্যুৎ নেই।
আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ শক্তিশালী হয়েছে। তাদের পাঠানো অর্থ যখন দেশে আসে তখন সেই টাকায় কলখারখানাসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠে। এক দিকে দেশ এগিয়ে যাচ্ছে, অন্যদিকে কিছু লোক চাইছে আমরা যেন গোলাম থাকি। আমাদের স্বাধীনতা চায় না। স্বাধীনতা শুধু দেশ মুক্ত নয়। অর্থনৈতিক মুক্তিসহ সব ধরণের মুক্তি চেয়ে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার সব সময় উন্নয়ন চায়। তাই জনগণ আবার বিপুল ভোটে নির্বাচিত করেছে। দেশের সব রেল লাইন ডুয়েল গেজ করা হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। দ্বিতীয় স্যাটেলাইট দ্রুত উৎক্ষেপণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমি নিজের ভাগ্য পরিবর্তন করতে আসি নি। মানুষের জন্য কাজ করতে এসেছি।
জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) আব্দুল আহাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফপ্তাব উদ্দিন, পৌরসভার মেয়র নাদের বখত, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।
Be the first to comment