এখনও পর্যন্ত ৫২টি নতুন কয়লা খনিতে কাজ শুরু করেছে মোদী সরকার

নিউজ ডেস্ক:
এখনও পর্যন্ত ৫২টি নতুন কয়লা খনিতে কাজ শুরু করেছে মোদী সরকার। গ্রামের প্রত্যেক বাড়িতে আলো পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণেই ভারত সরকারের এই পদক্ষেপ।

ইউপিএ সরকারের শাসনকালে অর্থাত্‍ ২০০৯ থেকে ২০১৪ সালে যে সংখ্যক কয়লা খনির উদ্বোধন হয়েছে, তার তুলনায় এই সংখ্যা (৫২) ৮৬ শতাংশ বেশি। এও জানানো হয়েছে, মোদী সরকার ক্ষমতায় আসার আগে কয়লা খনির সিংহভাগ প্রকল্পই আটকে ছিল পরিবেশ ও বন দফতরের ছাড়পত্র না পাওয়ার কারণে।
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে সরকারের সংশ্লিষ্ট কমকতারা জানান, ২০১৪ সালের পর থেকে সরকারি কাজে পরিকাঠামোগত যে সব পরিবর্তন এসেছে, তার সুবাদেই এত দ্রুত এত সংখ্যক কয়লা খনি চালু করা সম্ভব হয়েছে। নতুন এই সব খনির থেকে বছরে ১৬৪ মেট্রিক টন কয়লা উত্পাদন হচ্ছে। ২০০৯-২০১৪ সালের তুলনায় যা প্রায় ১১৩ শতাংশ বেশি।
এই বৃদ্ধির ফলে কমেছে চাহিদা ও যোগানের অসামঞ্জস্য। ২০১৮ সালের ডিসেম্বর মাসে সংসদকে রেলমন্ত্রী পীযূষ গোয়াল জানিয়েছিলেন ২০১৮-১৯ আর্থিক বর্ষে ভারতের কয়লা উত্‍পাদনের পরিমাণ ৪৩৩.৯ মেট্রিক টন।বৃদ্ধির হার ৯.৮ শতাংশ। ওই একই সময়সীমায় কোল ইন্ডিয়ার কয়লা উত্‍পাদন ছিল ৩৫৮ মেট্রিক টের বেশি। আগের আর্থিক বর্ষের তুলনায় যা প্রায় ৮.৮ শতাংশ বেশি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.