নিউজ ডেস্ক:
প্রথমবারের মতো টেলিভিশনে মুক্তির জন্য প্রস্তুত আমির খানের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘রুবারু রোশনি’। সম্প্রতি ঘনিষ্ঠজনদের নিয়ে ছবিটি দেখার আয়োজন করেছিলেন তিনি। ২৬ জানুয়ারি ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলে ছবিটির শুভমুক্তি।
‘রুবারু রোশনি’ ছবির পরিচালক স্বাতী চক্রবর্তী। আমির ও তাঁর স্ত্রী কিরণ রাও ছবির প্রযোজক। আগামী শনিবার বেলা ১১টায় ছবির উদ্বোধনী প্রদর্শনী হবে ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসে। সামাজিক মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে আমির খান বলেছেন, ‘প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের পর আপনাদের জন্য একটি উপহার রেখেছি। বেলা ১১টায় স্টার প্লাসে দেখতে পাবেন আমাদের নতুন ছবি।’
সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে সিনেমাটি দেখিয়েছেন আমির। সেদিন দুই প্রযোজক ছাড়াও উপস্থিত ছিলেন তাঁদের ছেলে জুনাইদ ও মেয়ে ইরা।
Be the first to comment