নিজস্ব প্রতিবেদক:
‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ২০১৮’ এ টানা দ্বিতীয় মেয়াদে এবারও সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব পদে বদিউল আলম খোকন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৯ পদের মধ্যে এবার ১৪ টিতেই জয় পেয়েছে গুলজার-খোকন প্যানেল। অন্য পাঁচটিতে বিজয়ী হয়েছে বাদল-বজলুর প্যানেলের সদস্যরা।
আজ শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু তাদের বিজয়ী ঘোষণা করেন।
এর আগে গতকাল (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএফডিসেতে ভোটগ্রহণ চলে।
সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল খন্দকার পেয়েছেন ১০৯ ভোট।
মহাসচিব পদে বদিউল আলম খোকন ১৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতমজন বাদল খন্দকার ১০৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মনতাজুর রহমান আকবর ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম কিরণ পেয়েছেন ১৩১ ভোট।
উপ-মহাসচিব শাহীন সুমন ১৪৫, কোষাধ্যক্ষ পদে মো. সালাহ্উদ্দিন ১৫০, সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা ১৪১, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদে মোস্তাফিজুর রহমান মানিক ২৩০, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব শাহীন কবির টুটুল ২০০, প্রচার, প্রকাশনা ও দফতর সচিব মো. আনোয়ার সিরাজী ১১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে ছটকু আহমেদ (২১৪), কমল সরকার (১৪১), সোহানুর রহমান সোহান (২৪৪), মোস্তাফিজুর রহমান বাবু (১৮১), এম এ আওয়াল (১৭৭), আবদুস সামাদ খোকন (১৮১), সাঈদুর রহমান সাঈদ (১৪২), নূর মোহাম্মদ মণি (১৯৭), আবুল খায়ের বুলবুল (১৭১) ও ইলিয়াস ভূঁইয়া (১৭৫) বিজয়ী হয়েছেন। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সোহানুর রহমান সোহান (২৪৪)।
চলচ্চিত্র নির্মাতাদের সংগঠনটির ২০১৯-২০ মেয়াদের নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেলের বিপরীতে লড়েছে বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী পরিষদ। তবে বেশিরভাগ প্রার্থীই গুলজার-খোকন পরিষদ থেকে জয় পেয়েছেন।
Be the first to comment