নিউজ ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত ডেসকো অর্ধবার্ষিকীর (জুলাই থেকে ডিসেম্বর-২০১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি অর্ধবার্ষিকীতে গত বছরের একই সময়ে চেয়ে দ্বিগুণ মুনাফা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১৮) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৩৩ পয়সা পয়সা। সুতরাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪৮ পয়সা।
এছাড়া গত ৬ মাসে (জুলাই থেকে ডিসেম্বর-২০১৮) সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময় একোম্পানিটির ইপিএস হয়েছিল ৮৬ পয়সা। সুতরাং এক বছরের ব্যবধানে কোম্পানির ইপিএস বেড়েছে ৯০ পয়সা।
এছাড়া গত ছয় মাসে কোম্পানিটির নিট অ্যাসেট ভ্যালূ (এনএভি) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির এনএভিছিল ৪০ টাকা ১৩ পয়সা।
Be the first to comment