নিউজ ডেস্ক:
তরলায়িত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে সঙ্কট কেটে যাওয়ায় আবাসিকে নতুন সংযোগ চালু করার দাবি উঠেছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কাছে অনুরোধ জানিয়ে বলেছেন, আবাসিক সংযোগ প্রদান করা না হলে জনগণ এলএনজি আমদানির সুফল ভোগ করতে পারবে না। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষও বিষয়টি বিবেচনা করছে বলে জানা যায়। চট্টগ্রামে এলএনজি গ্যাস সরবরাহ মাঝে কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় শুরু হয়েছে। ফলে গ্যাসের সঙ্কট অনেকটাই কেটেছে। জাতীয় গ্রিড থেকে এখন আগের চেয়ে কম গ্যাস নিতে হচ্ছে কর্ণফুলীকে। আমদানি করা গ্যাস লাইনে যুক্ত হওয়ায় শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগের সিদ্ধান্ত হয়েছে। আবাসিক খাতে গ্যাসের অপেক্ষায় রয়েছে অনেক গ্রাহক। নতুন নতুন বাড়ি নির্মাণ হচ্ছে, যেগুলোতে সংযোগ প্রয়োজন। অনেক গ্রাহক সংযোগ পাওয়ার প্রাথমিক কাজও সম্পন্ন করে রেখেছেন।
কেজিডিসিএল কর্তৃপক্ষ জানায়, গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত নবম বার্ষিক সাধারণ সভায়ও আবাসিকে গ্যাস সংযোগের পক্ষে জোরালো মত উঠে আসে। ওই সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং কেজিডিসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রুহুল আমীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম, কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহম্মদ মজুমদার এবং কোম্পানির শেয়ারহোল্ডারগণ। অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের সঙ্গে একান্ত আলাপকালে চট্টগ্রামের মেয়র জনসাধারণের কতিপয় সমস্যা তুলে ধরেন।
Be the first to comment