নিজস্ব প্রতিবেদক:
শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী শানারেই দেবী শানু। শনিবার ভোর সাড়ে ছ’টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শানু জানান, ঢাকা থেকে মানিকগঞ্জ শুটিং স্পটে যাওয়ার পথে সাভারের আমিনবাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তার মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। সে সময় তাদের গাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়। চালকের বাইরে গাড়িতে তিনি একাই ছিলেন। চারপাশে ছিল প্রচণ্ড কুয়াশা। তার ধারণা, কুয়াশার কারণেই এমন ঘটনা ঘটেছে।
শানারেই দেবী বলেন, ‘মনে হলো, একেবারে পাশ দিয়ে মৃত্যুটা হেঁটে গেল। লুকিয়ে গেল কুয়াশার ভেতর। ট্রাকের ধাক্কাটা মাইক্রোর পেছনে না লেগে যদি পাশে লাগতো, তাহলে হয়তো এখন আমি কথাও বলতে পারতাম না। তবে বুকে, পায়ে, ঘাড়ে, হাতে ব্যথা পেয়েছি। প্রচণ্ড ঝাঁকুনি খেয়েছি। তারমধ্যে আমি তখন ঘুমাচ্ছিলাম। যাইহোক, আশা করছি পেইন কিলারে ব্যথা সেরে যাবে। পরে অন্য একটা গাড়ি ধরে শুটিংয়ে পৌঁছেছি। আমি ভালো আছি।’
মানিকগঞ্জে তিনি বিটিভির একটি নাটকের শুটিংয়ে কাজে যাচ্ছিলেন।
Be the first to comment