নিজস্ব প্রতিবেদক:
আগের ম্যাচে ১০ জনের আরামবাগের কাছে হার মেনেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। তবে পরের ম্যাচেই জয় পেয়েছে তারা। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তাদের জয়ের ব্যবধান ২-১।
প্রিমিয়ার ফুটবল লিগে এটা সাইফের তৃতীয় জয়। চার ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ব্রাদার্সের পয়েন্ট তিন।
রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১১ মিনিটের সময় এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। ডিফেন্ডার ইয়াছিন আরাফাতের কর্নার থেকে হেডে গোল করেন কলম্বিয়ান ডিফেন্ডার দেইনের কর্দোবা।
২৭ মিনিটে আত্মঘাতী গোলে সমতা নিয়ে আসে ব্রাদার্স। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিয়েরা লিমা লিওনার্দোর চিপ সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলুর মাথায় লেগে চলে যায় পোস্টে।
৬০ মিনিটে বক্সের মধ্যে রুশ ফরোয়ার্ড দেনিশ বলশাকোভকে ফাউল করেন ব্রাদার্সের ডিফেন্ডার মোহাম্মদ সজল। সঙ্গে সঙ্গে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি বলশাকোভ (২-১)।
দ্বিতীয়বার সমতা নিয়ে আসার দুটো চমৎকার সুযোগ পেয়েছিল ব্রাদার্স। কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না। ৬৮ মিনিটে লিওনার্দোর ফ্রি-কিক প্রতিহত হয়েছে ক্রসবারে। আর ৮১ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার এভারটন সান্তোস সুজার ক্রস থেকে লিওনার্দোরই হেড ক্রসবারে বাধা পেয়েছে আবারও।
এক ম্যাচ পর জয়ে ফিরলেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন সাইফ স্পোর্টিংয়ের ইংলিশ কোচ জোনাথন ম্যাককিনস্ট্রি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমার দলের ছেলেরা মাঝে মাঝে নার্ভাস হয়ে যায়। অনেক সময় প্রতিপক্ষের আক্রমণ সামলাতে হিমশিম খেয়ে যায় তারা। অভিজ্ঞতার অভাবে হয়তো এমন হচ্ছে। এবারের দলে গতবারের অনেকে নেই, প্রায় নতুন দলই বলা যায়। দল নিয়ে আরও কাজ করতে হবে।’
অন্যদিকে ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নাইমুদ্দিন হারের জন্য দায়ী করেছেন রেফারিংকে, ‘রেফারিং আরও ভালো হওয়া উচিত ছিল। হেরে গেলেও আমাদের দল ভালো খেলেছে। দুটো সুযোগ ক্রসবারে লেগে ফিরে এসেছে।
Be the first to comment