নিউজ ডেস্ক:
জাহাজ থেকে কয়লা খালাসের জন্য অত্যাধুনিক একাধিক গ্র্যাব শিপ আনলোডার চীন থেকে ৫ ফেব্রুয়ারি পৌঁছেছে নির্মাণাধীন পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে। প্রক্রিয়া চলছে জাহাজ থেকে খালাস করে জেটিতে স্থাপনের। আর স্থাপন কাজ সম্পন্ন হলে জেটিটি কয়লা খালাসের জন্য হবে প্রস্তুত।
দীর্ঘপথ অতিক্রম করে চীনা জাহাজ শিন চান ওশান এখন রামনাবাদ চ্যানেলে পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। জাহাজটিতে চীন থেকে আসা ছয়টি গ্র্যাব শিপ আনলোডারের চারটি পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের। আনলোডারগুলো প্রতিটি ঘণ্টায় ৮০০ মেট্রিক টন কয়লা খালাস করতে পারবে।
বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী আরাফাত মাহমুদ বলেন, পায়রায় মোট চারটি আনলোডারের তিনটি সবসময় কাজ করবে। একটা থাকবে স্ট্যান্ডবাই হিসেবে।
বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী জি.এম নাজমুল কাদের বলেন, এই চাইনিজ গ্র্যাব শিপ আনলোডারগুলো বেশ অত্যাধুনিক প্রযুক্তি।
এদিকে গ্র্যাব শিপ আনলোডারগুলো কভার পদ্ধতিতে কয়লা খালাসে সক্ষম হওয়ায় পানি বা বাতাসের সংস্পর্শে আসবে না কয়লা। ফলে ক্ষতি হবে না পরিবেশের এমনটাই দাবি বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলামের।
তিনি বলেন, এই গ্র্যাব শিপ আনলোডারে এমন পদ্ধতি অনুসরণ করা হবে যাতে কয়লা আনলোড করার সময় পরিবেশের কোনো ক্ষতি না হয়।
অবশ্য এক সপ্তাহের মধ্যে আনলোডারগুলো জেটিতে নামিয়ে, দেড় মাসের মধ্যেই স্থাপন কাজ শেষ করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজয়ান ইকবাল খান।
তিনি বলেন, আশা করা যায় এপ্রিলের ভেতর আনলোডারটি কয়লা আনলোড করার জন্য পুরোদমে প্রস্তুত হবে।
স্থাপন শেষে চারটি আনলোডারের তিনটি দিয়ে কয়লা খালাসের সম্ভাবনা আছে আগামী মে মাসে। আরেকটি প্রস্তুত থাকবে ব্যাকআপ হিসেবে।
Be the first to comment