নিজস্ব প্রতিবেদক:
পাবনায় রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হলে দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড ডিফেন্স কলেজে কোর্স সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করছি। পারমানবিক ক্লাবে বাংলাদেশ এখন যোগ দিয়েছে। পারমানবিক শক্তিকে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবহার করছি এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ চলছে। রূপপুরে এটা শেষ হলে পরবর্তীতে আমরা দক্ষিণাঞ্চলে আমরা আরেকটি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করব।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের দশ বছরের অভাবনীয় উন্নয়নের সুফল এখন জনগণ পাচ্ছে। আজকে আমরা মর্যাদা পেয়েছি, উন্নয়নের রোল মডেল। আজকে আমরা উন্নয়নশীল দেশ। দারিদ্র্যের হার কমিয়ে আমরা ২১.৮ শতাংশে নামিয়ে এনেছি। দেশের মানুষের গড় আয়ু বেড়ে এখন ৭২ বছর হয়েছে। জিডিপির প্রবৃদ্ধির হার ৭.৮ ভাগ।
প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামোগত উন্নয়রে রাস্তাঘাটের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ৯৬ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন বিদ্যুৎ উৎপাদন ছিল ১৬শ মেগাওয়াট। এখন আমরা সেটাকে ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করেছি।
Be the first to comment