নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে মিনহাজুর রহমানের স্পিনে প্রথম যুব টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ছোট লক্ষ্য পায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। ১৫২ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ ইংলিশ দল। তাতে স্বাগতিকরা ৩৫ রানের লক্ষ্যে নেমে জিতেছে ৮ উইকেটে। দুই ম্যাচের এই সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো বাংলাদেশ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ দিনের খেলায় লক্ষ্যে ছুটে ১০ ওভারে ২ উইকেটে ৪০ রান করেছে বাংলাদেশ।
৬ উইকেটে ৮৯ রানে রবিবারের খেলা শুরু করে ইংল্যান্ড। তারা স্বাগতিকদের চেয়ে ২৯ রানে পিছিয়ে থেকে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় ছিল। কিন্তু জর্জ হিল ও লুক হলম্যানের ৪৫ রানের জুটিতে লিড নেয় তারা।
হিলকে ৩২ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিনহাজুর। পরের ওভারে এই স্পিনারের শিকার হন হলম্যান (২৯)। বাকি দুটি উইকেটও মিনহাজ তুলে নেন। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া এই স্পিনার শেষ ইনিংসে ৬ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
লক্ষ্যে নেমে দুই ওপেনার তানজিদ হাসান (০) ও অমিত হাসান (১০) ফিরে যান। শামীম হোসেন ২০ রানে অপরাজিত ছিলেন, ৬ রানে অন্য প্রান্তে টিকে ছিলেন পারভেজ হোসেন ইমন।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৮০ রান করলে বাংলাদেশ ৯ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে। ১১৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে সফরকারীরা লিড পায় ৩৪ রানের।
আগামী ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড।
Be the first to comment