নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ খাতে সহযোগিতার আগ্রহ জাইকার
অর্থনৈতিক অঞ্চলসহ বিদ্যুৎ খাতে আরো সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি)।
আজ সোমবার (১১ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সাথে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোসি নিশিকতা সাক্ষাৎকালে এ আগ্রহের কথা প্রকাশ করেন। পরে সাংবাদিকদেরকে ব্রিফিংকালে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘আমরা যত ঋণ নেবো জাইকা তত দেবে। জাইকার সহযোগিতায় আমাদের ৪০টির মতো প্রকল্প আছে। সামনে নতুন নতুন প্রকল্প নেবো। তবে প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। মানুষের কল্যাণে আমাদের প্রকল্প নিতে হবে।’
এম এ মান্নান বলেন, জাইকা বিদ্যুৎ, পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক, রেল অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা দিয়ে আসছে। বাংলাদেশের উন্নয়নে জাইকা দীর্ঘদিনের পরিক্ষিত বন্ধু। ভবিষ্যতে এ সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে তিনি জানান।
Be the first to comment