নিজস্ব প্রতিবেদক:
দেশ-বিদেশের রুপালি পর্দা জয় করে আজ (১৩ ফেব্রুয়ারি) হচ্ছে ‘দেবী’র ওয়ার্ল্ড প্রিমিয়ার! সরকারি অনুদান ও জয়া আহসানের প্রযোজনায় নির্মিত আলোচিত এ ছবিটি প্রথমবারের মতো প্রচার হচ্ছে টিভি পর্দায়!
জয়া জানান, আজ (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পহেলা ফাল্গুন উপলক্ষে ছবিটি প্রথমবারের মতো সম্প্রচার হচ্ছে মাছরাঙা টিভিতে। পরদিন বিশ্ব ভালোবাসা দিবসেও (১৪ ফেব্রুয়ারি) একই সময়ে ছবিটি সম্প্রচার করবে চ্যানেলটি।
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান। আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচ প্রমুখ
Be the first to comment