নিজস্ব প্রতিবেদক:
গ্যাসের দাম আবার বাড়ানোর প্রস্তাব দিতে শুরু করেছে বিতরণ কোম্পানিগুলো। গত সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে তিতাসসহ বিতরণ কোম্পানিগুলো নতুন প্রস্তাব দিয়েছে।
এদিকে দাম বাড়ানোর গণশুনানি আগামী মাসে করার পরিকল্পনা করছে বিইআরসি। এর আগে গত বছর সেপ্টেম্বরে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে আসে সরকার।
জাতীয় নির্বাচনের কারণে সরকার তখন দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি বলে ধারণা করা হয়।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, তিতাস গ্যাসসহ অন্যসব বিতরণ কোম্পানিও তাদের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে জমা দিয়েছে।
বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিজাম শরীফুল ইসলাম জানান, পেট্রোবাংলার নির্দেশনা অনুযায়ী তারা গ্যাসের দাম বাড়ানোর জন্য একটি প্রস্তাব বিইআরসিতে জমা দিয়েছেন। প্রস্তাবনায় তারা সব ধরনের গ্যাসের দাম ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিইআরসির একজন কর্মকর্তা জানান, এরই মধ্যে তারা বিতরণ কোম্পানিগুলোর কাছ থেকে দাম বাড়ানোর প্রস্তাব পেয়েছেন। আগামী মাস থেকে তারা এ লক্ষ্যে গণশুনানির আয়োজন করতে পারেন। এরপর মে থেকে দাম কার্যকর করা হতে পারে।
Be the first to comment