গ্যাসলাইনে বিস্ফোরণ, সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আসাদ গেটের আড়ং মোড়ে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় দুটি গাড়িতে আগুন ধরে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। লাইন মেরামতের কারণে রাত ১০টা পর্যন্ত মোহম্মদপুর, ধানমন্ডি, মিরপুরের একাংশে গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে তিতাস জানায়।

আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর আসাদগেটের আড়ং মোড়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর আসাদ গেটের আড়ং মোড়ে সড়কের মাঝ বরাবর গ্যাসলাইন বিস্ফোরিত হওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ৩টার দিকে হঠাৎ গ্যাসলাইন বিস্ফোরিত হয়ে গ্যাস বের হতে দেখেন পথচারীরা। এ সময় ওই স্থান দিয়ে যাওয়া দুটি গাড়িতে আগুন ধরে যায়। একটি কাভার্ড ভ্যান এবং একটি সাত নম্বর বাসে আগুন ধরে। এতে একজন দগ্ধ হন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ দু’দিক থেকে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

তিতাস জানায়, গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মেরামতের জন্য মোহম্মদপুর, ধানমন্ডি, মিরপুরসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, ‘গ্যাস লিকেজ হয়েছিল। এখন মেরামতের কাজ শুরু হয়েছে। আমাদের প্রকৌশলীরা ঘটনাস্থলে আছেন। লিকেজ সারাতে কিছু পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। এই সময় আশেপাশের এলাকাগুলোতে কিছুটা গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।’ রাত ১০টার দিকে মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি জানান।
এ ঘটনায় মো. শহিদ (৩৬) নামে এক রিকশাচালক অগ্নিদগ্ধ হয়েছেন। তার বাবার নাম ফজল মিয়া। ওই রিকশাচালক জানিয়েছেন, ধানমন্ডির আসাদ গেইট আড়ংয়ের পাশে গ্যাসলাইনে মেরামতের সময় আগুন লেগে যায়। সেই আগুন গাবতলী ৭ নম্বর বাসেও লেগে যায়। এতে তিনি সামান্য দগ্ধ হয়েছেন। তিনি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
এর আগে গত শনিবার ও মংগলবার গ্যাস লাইন লিকেজ মেরামত ও মেট্রোরেলের কাজের কারনে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এখন আবার সন্ধ্যা থেকে গ্যাস বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.