নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমণ্ডি, কলাবাগানসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এরইমধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন লিমিটেডের কর্মকর্তারা। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় ওই এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়।
তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান জানান, লিকেজ মেরামত করে ঠিক রাত দশটায় আমরা গ্যাস সরবরাহ শুরু করেছি। তবে কোনও কোনও এলাকায় সরবরাহ স্বাভাবিক হতে ঘণ্টাখানেক সময় লাগতে পারে।
গ্যাস লিকেজ মেরামত করার কারণে গ্যাস বন্ধ করে দেওয়ায় ধানমন্ডি, কলাবাগান, মোহম্মদপুর, আগারগাও ও মিরপুরের একটি অংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
আজ দুপুরে রাজধানীর আসাদ গেটের আড়ং মোড়ে গ্যাস লিকেজের কারণে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় দুটি গাড়িতে আগুন ধরে যায়। এতে একজন দগ্ধ হন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ দু’দিক থেকে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
Be the first to comment