নিজস্ব প্রতিবেদক:
ভিডিও ফুটেজে দেখা গেছে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে’, বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজ তত্ত্বাবধানে চকবাজারের ওয়াহিদ ম্যানশনের বেজমেন্ট থাকা কেমিকেলের গোডাউন অপসারণে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাতের সময়ের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। পুলিশের একটি বিশ্বস্ত সূত্র আমাকে জানিয়েছেন, একটি গাড়ির সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। ফুটেজ বলছে, আগুনের সূত্রপাত সিলিন্ডার। সিলিন্ডারের আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে’।
Be the first to comment