নিউজ ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে আজ (৭ মার্চ) হতে যাচ্ছে ‘জয়বাংলা কনসার্ট’।
এতে অংশ নেবে দেশের ৮টি ব্যান্ড। ব্যান্ডগুলোর নিজস্ব গানের পাশাপাশি থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিছু গান। যেগুলো তারা নিজেদের গানের পাশাপাশি পরিবেশন করবেন।
ব্যান্ডগুলো হলো- আর্টসেল, চিরকুট, নেমেসিস, লালন, ক্রিপটিক ফেইট, বে অব বেঙ্গল, শূন্য ও আরবোভাইরাস। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’র অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা।
ইয়াং বাংলা জানায়, তরুণ প্রজন্মের কাছে ৭ মার্চের ভাষণটির গুরুত্ব তুলে ধরতে এবারও এ আয়োজন করা হচ্ছে। রাজধানীর আর্মি স্টেডিয়ামের আয়োজিত এ কনসার্ট শুরু হবে বেলা ৩টায়। চলবে রাত ১১টা পর্যন্ত।
জানা যায়, অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কনসার্টে প্রবেশের টিকিট সংগ্রহ করেছেন আগ্রহীরা।
Be the first to comment