আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

গ্যাস

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীন চুনকুটিয়া, কেরানীগঞ্জ এলাকায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে। এ জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টার জন্য চুনকুটিয়া, সুভাড্ডা, হাসনাবাদ, ইকুরিয়া, মিরেরবাগ, পার-গেণ্ডারিয়া, কালিগঞ্জ ও এর আশেপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক, সিএনজি এবং শিল্প গ্রাহক আজমত আলী পেপার্স মিলসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.