
নিজস্ব প্রতিবেদক :
অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে নাগরিক সমাজ।
আজ সকালে কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়াম গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ( বিইআরসি)। এর প্রতিবাদের টিসিবি ভবনের সামনে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সংগঠনের প্রচার সম্পাদক ওমর ফারুক খান ফাহিম এ তথ্য জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মহিউদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে সদস্য সচিব দেলোয়ার হোসেন, যাত্রী কল্যান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, বিপ্লবী ওয়াকাস পাটির আকবর খান, গণতান্ত্রিক পাটির শামসুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, উচ্চ দামে এলএনজি আমদানি করে এই দায় জনগণের ওপর চাপানো হচ্ছে। এদিকে অবৈধ সং্যোগের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। এই লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে গণশুনানিকে গণ তামাশায় পরিনত করেছে। গ্যাসেএ দাম গড়ে ৬৬ ভাগ বাড়ালে দেশে নৈরাজ্য তৈরি হবে। তাই অবিলম্বে এ গণশুনানি ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা বাতিল করে দেশের সাধারণ মানুষকে আশু ভোগান্তি থেকে মুক্তির দাবি জানানো হয়।
Be the first to comment