জাতীয় সাঁতারের শিরোপা জিতেছে নৌবাহিনী

নিউজ ডেস্ক:
২৯তম জাতীয় সাঁতারের শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং পুলে নৌবাহিনীর অর্জন ৩২টি সোনা, ২০টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ।

১০টি সোনা, ১৯টি রুপা ও ১৭টি ব্রোঞ্জ নিয়ে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মেয়েদের বিভাগে ৯টি সোনা ও একটি রুপা নিয়ে সেরা সাঁতারু নৌবাহিনীর জুনায়না আহমেদ। অন্যদিকে ছেলেদের বিভাগে সেরা সেনাবাহিনীর জুয়েল আহমেদ পেয়েছেন ৫টি সোনা ও ৩টি ‍রুপা।

বুধবার প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী এনবিপি, ওএসপি, বিসিজিএম, পিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.