নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রাথামিকভাবে দগ্ধ দুইজনের পরিচয় জানা গেছে, তারা হলেন-সাগর (২৫) ও হিমেল (২০)।
আজ রোববার (১৭ মার্চ) সকাল ৮ টার দিকে মহাখালীর আমতলীর একটি বাসায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
দগ্ধদের সঙ্গে থাকা জাকির হোসেন জানান, আমতলীর একটি বাসার তৃতীয় তলায় থাকেন সাগর ও হিমেল। তারা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সকালে বাসায় কাজের বুয়া এলে দরজা খুলে দেয় সাগর। পরে সে ধূমপান করতে দিয়াশলাই (ম্যাচ) জ্বালাতেই সবকটি রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে কাজের বুয়াসহ তারা তিনজন দগ্ধ হন।
তাৎক্ষণিকভাবে সাগর ও হিমেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর কাজের বুয়া অন্য একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, লিকেজ হয়ে আগেই সবকটি রুমে গ্যাস ছড়িয়ে ছিলো।
Be the first to comment