জয়া আহসানের ছবি ‘বিউটি সার্কাস’ এ যুক্ত হলেন সোনিয়া হোসেন

জয়া আহসানের ছবি ‘বিউটি সার্কাস’ এর শুটিংও শেষ বহু আগে। প্রস্তুতি চলছে ছাড়পত্র নিয়ে সামনের কোনও উৎসবে মুক্তি দেওয়ার। সেখানে এখন আবার মডেল-অভিনেত্রী সোনিয়া হোসেন যুক্ত হলেন কেমন করে!
হ্যাঁ, তিনি যুক্ত হয়েছেন, এটা সত্যি। তবে সরাসরি সিনেমাটির ভেতরে নয়, যুক্ত হয়েছেন বাইরে থেকে। সরকারি অনুদানের এই ছবিটি মুক্তি উপলক্ষে বড়সড় প্রচারণার পরিকল্পনা হাতে নিয়েছেন এর পরিচালক মাহমুদ দিদার। মূলত সেই প্রচারণার বড় একটি অংশজুড়ে পাওয়া যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ সোনিয়াকে।
দিদার জানান, মুক্তি প্রতীক্ষিত ‘বিউটি সার্কাস’ নিয়ে তারা একটি বিশেষ ধারাবাহিক টকশো’র আয়োজন করেছেন। নাম রেখেছেন ‘দি বিউটি সার্কাস শো’।
সংশ্লিষ্ট তারকাদের নিয়ে সাজানো এই শো’র প্রতি পর্বেই উন্মুক্ত হবে ছবিটি নির্মাণের পেছনের গল্প। ছবিটিতে বর্ণিল চরিত্রে হাজির হওয়া তারকাদের অভিজ্ঞতার গল্পও শোনা যাবে সরাসরি। আর সেটি হবে সোনিয়া হোসেনের সঞ্চালনায়, ফেসবুক লাইভের মাধ্যমে।
নির্মাতা মাহমুদ দিদার জানান, পর্যায়ক্রমে এর বিভিন্ন পর্বে হাজির হবেন জয়া আহসান, ফেরদৌস, তৌকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদ, হুমায়ুন সাধুসহ চলচ্চিত্রটির গানের সঙ্গে যুক্ত থাকা চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি, অ্যাশেজ ব্যান্ডের জোনায়েদ ইভান ও নির্মাতা মাহমুদ দিদারসহ ‘বিউটি সার্কাস’র অন্য শিল্পীরা।
বাংলাদেশের ঐতিহ্যবাহী সার্কাস শিল্প নিয়ে নির্মিত প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটির সহ-প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম। চলচ্চিত্রটির পাওয়ার্ড বাই স্পন্সর ‘দারাজ’-এর স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে এ অনুষ্ঠানটি।
অনুষ্ঠানের প্রতিটি পর্ব প্রচারের দু’দিন আগেই ‘বিউটি সার্কাস’ ও ‘দারাজ’-এর পেইজে জানিয়ে দেওয়া হবে পরবর্তী অতিথি ও অনুষ্ঠান সম্প্রচারের সময়।
চলচ্চিত্রটিকে ঘিরে ভিন্নধর্মী এ অনুষ্ঠান উপস্থাপনায় যুক্ত হওয়া প্রসঙ্গে সোনিয়া হোসেন বলেন, ‘নির্মাতা মাহমুদ দিদারের পরিচালনায় আমি অভিনয় করেছি। আমার খুব ভালো বন্ধু তিনি। চলচ্চিত্রটির শুরু থেকেই, বলতে গেলে এর চিত্রনাট্য পর্যায় থেকেই এর গল্প ও নির্মাণের পেছনের সব গল্পই আমার জানা। দীর্ঘদিন পর নির্মাণ শেষে চলচ্চিত্রটির মুক্তির আয়োজনে তাই আমি সানন্দেই অংশ নিচ্ছি। অনুষ্ঠানটি দর্শক দারুণ উপভোগ করবেন বলে আশা করছি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.