নিউজ ডেস্ক:
আজ শনিবার (২৩ মার্চ) রংপুর বিভাগের সাত জেলায় সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দিনাজপুরের বড় পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের গ্রিডের মেরামত কাজের জন্য । তবে এর আওতার বাইরে থাকবে গাইবান্ধা জেলা। রংপুর বিদ্যুৎ বিভাগ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, শনিবার দিনাজপুরের বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে গ্রিডের কিছু প্রয়োজনীয় কাজ করা হবে। এ কারণে গাইবান্ধা ব্যতীত রংপুর বিভাগের অন্য সাত জেলায় শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
প্রচারণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনলাইন মাধ্যম যেমন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার করা হয়েছে।
Be the first to comment