নাট্যদল তীরন্দাজের নতুন নাটক ‘তামসিক’

নিজস্ব প্রতিবেদক:
নাট্যদল তীরন্দাজের নতুন নাটক ‘তামসিক’। ২০১৭ সালে এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল। সে সময় পরপর কয়েকটি মঞ্চায়ন হয়। এরপর ছিল বেশ কিছুদিনের বিরতি। এবার নাটক আবার মঞ্চে আসছে।
আগামী ২ এপ্রিল সন্ধ্যা ৬টা ও ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এর একাদশ ও দ্বাদশ হবে।

নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী রকিব। গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‌‘‘সব ধর্ম নিয়েই মানুষ এখন ব্যবসা করছে। ধর্ম ব্যবসায় কোনও পুঁজির প্রয়োজন হয় না। ধর্মের অপব্যবহার, ধর্ম নিয়ে রাজনীতি ও নিজের স্বার্থে এ ধর্মকে ইচ্ছামতো অপব্যবহার চলছে নিরন্তর—বাধাগ্রস্ত হচ্ছে সত্য, ন্যায় ও মানবতার যাত্রা। আধুনিক উন্নয়নের মধ্যে রয়েছে অদ্ভুত অন্ধত্বের পিছুটান। তবুও সত্য অনিবার্য সহস্রকালের সহস্র প্রাণের বিনিময়ে হলেও অন্ধকার ভেদ করে সূর্য উদ্ভাসিত হবে- এই মহত্তম সম্ভাবনায় বিশ্বাস রেখে মানুষের নিরন্তর যাত্রা। মানুষের এই নিরন্তর যাত্রার গল্প ‘তামসিক’।’’

নাটকটি লিখেছেন অপু মেহেদী। অভিনয় করছেন তমা রানী, তমাল খান, এনাম রিপন, হাসান মেহেদি, কাজী রাকিব, সোহাগ তালুকদার, ইমন দাস, আশিক, প্রখর আহমেদ, তাহমিনা লিজা, সুলাইমান আপন, রনি খান প্রমুখ।

নাটকটির মঞ্চের পরিকল্পনা করেছেন সোহাগ তালুকদার, আলোক পরিকল্পনায় আছেন রহিম সুমন। সংগীতায়োজনে রয়েছেন কাজী শামস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.