নিউজ ডেস্ক:
ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহর ও সিটি করপোরেশন এলাকায় এখন চলাচলের অন্যতম প্রধান মাধ্যমে পরিণত হয়েছে রিচার্জেবল ব্যাটারিচালিত যানবাহন। ইজিবাইকসহ এ ধরনের যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে। যেগুলোয় চার্জ দেয়ার জন্য প্রতিনিয়ত চাপ বাড়ছে বিদ্যুতের ওপর। আর এ চাপ কমাতেই গাজীপুরের পুবাইল তালটিয়া এলাকায় একটি সোলার চার্জিং স্টেশন স্থাপন করেছে সরকার। যেখানে তুলনামূলক কম খরচে যেমন চার্জ দেয়া যাচ্ছে, তেমনি হচ্ছে বিদ্যুৎসাশ্রয়।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর তথ্যমতে, বিদ্যুতের বহু ব্যবহার কমিয়ে সৌরশক্তির গুরুত্ব বাড়াতে ২০১৬ সালে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী-ঘোড়াশাল সড়কের পুবাইল তালটিয়া এলাকার জামান ফিলিং স্টেশনে ওই সোলার চার্জিং স্টেশনটি স্থাপন করা হয়। ২১ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার চার্জিং স্টেশনটি স্থাপনে ব্যয় হয় প্রায় ৫৮ লাখ টাকা। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ফিলিং স্টেশনের ছাদের ১ হাজার ৫০০ বর্গফুটজুড়ে বসানো হয় সৌর প্যানেল। যেটি পরিচালনায় রয়েছে ২২০ বর্গফুটের একটি কন্ট্রোল রুম।
এরপর সোলার চার্জিং স্টেশনটি পরিচালনার জন্য জামান ফিলিং স্টেশনের সঙ্গে চুক্তি করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, চার্জিং স্টেশনের আয়ের শতকরা ৫০ ভাগ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও ৪০ ভাগ পাবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বাকি টাকা ব্যয় হবে চার্জিং স্টেশনের পরিচালনা বাবদ। স্থাপনের পর থেকে এ পর্যন্ত এখানে ১৫ হাজারেরও বেশি অটোরিকশা ও ইজিবাইক চার্জ দেয়া হয়েছে। প্রতিবার একটি অটোরিকশা কিংবা ইজিবাইক চার্জের জন্য নেয়া হচ্ছে ৭০ টাকা। প্রতিদিন এ স্টেশনের ২০টি ব্যাটারিচালিত যানবাহন চার্জ দেয়া সম্ভব। এ থেকে প্রতি মাসে গড়ে আয় হচ্ছে ২২-২৫ হাজার টাকা।
Be the first to comment