নিউজ ডেস্ক:
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, কয়লা তুলতে গিয়ে যদি কৃষিসম্পদ, পানিসম্পদ ধ্বংস হওয়াসহ এলাকার মানুষ উদ্বাস্তু হয়ে যায়, তাহলে সেই কয়লা তুলে উন্নয়ন করা হবে কার স্বার্থে? এতে লাভ কার হবে?
বাংলাদেশকে রক্ষা করতে হলে কয়লা বা পারমাণবিক উপায়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও উৎপাদন বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে। ফুলবাড়ী ধ্বংস ষড়যন্ত্রের প্রধান কুশীলবের ভূমিকায় রয়েছে এশিয়া এনার্জি বা জিসিএম।
দিনাজপুরের ফুলবাড়ীতে আজ শুক্রবার সকালে জিএম পাইলট উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে জাতীয় কমিটি আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আনু মুহাম্মদ এসব কথা বলেন।
সম্মেলনে জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, অধ্যাপক তানজিম উদ্দিন খান প্রমুখ বক্তব্য দেন।
Be the first to comment