১৪ জেলায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট ডেকেছে

জ্বালানি তেল

নিউজ ডেস্ক:

জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করাসহ ১৫ দফা দাবিতে খুলনাসহ ১৪ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।

কর্মসূচি অনুযায়ী আগামী মঙ্গলবার ভোর থেকে খুলনা বিভাগের ১০ জেলা এবং ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় সব প্রকার জ্বালানি তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ থাকবে। এ ছাড়া পাম্পগুলো থেকে তেল বিক্রি করা হবে না বলেও জানিয়েছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।

মালিক-শ্রমিকদের চারটি সংগঠন যৌথভাবে এ ধর্মঘট আহ্বান করেছে। সংগঠনগুলো হচ্ছে- বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশন, খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন ও পদ্মা-মেঘনা-যমুনা ট্যাঙ্কলরি শ্রমিক কল্যাণ সমিতি।

খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করীম কাবুল জানান, জ্বালানি ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। আগে পাম্প মালিকদের বিস্ম্ফোরক লাইসেন্স ও ট্রেড লাইসেন্স থাকলেই হতো। এখন সাতটি দপ্তরের লাইসেন্স নিতে হবে। নতুন করে পরিবেশ অধিদপ্তরসহ পাঁচটি দপ্তরের অনুমোদন নিতে হবে। এটি জটিল প্রক্রিয়া।

তিনি বলেন, সড়ক সংস্কার ও পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। একই সঙ্গে পৌরসভা এলাকায় চাঁদা বন্ধ করতে হবে। এসব দাবিসহ ১৫ দফা দাবিতে চারটি সংগঠন একত্রে ধর্মঘট কর্মসূচি পালন করবে। তিনি জানান, খুলনাসহ ১৪ জেলায় প্রায় সাড়ে ৪০০ জ্বালানি তেল ব্যবসায়ী রয়েছেন। ধর্মঘটের বিষয়টি সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পোস্টারও লাগানো হয়েছে।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে- ব্যবসায়ীরা জ্বালানি তেল বিক্রির কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান, তা নিশ্চিত করতে হবে; প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাঙ্কলরি শ্রমিকদের পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রথা চালু করতে হবে, ট্যাঙ্কলরি ভাড়া বাড়াতে হবে, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিল করতে হবে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.