
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নেপাল হতে বেশি পরিমাণ বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া অব্যাহত রয়েছে।বাংলাদেশে বেসরকারি পর্যায়ে ৯ হাজার ৩৩১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। বেসরকারি ও যৌথ বিনিয়োগে বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশে অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।
আজ সোমবার নেপালের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার এসোসিয়েশনের ১৫ সদস্যের এক প্রতিনিধিদল সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।এ সময় অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. শফিকুল্লাহ ও বাংলাদেশে নিযুক্ত নেপালের চার্জ-দ্যা এফেয়ার্স ধন বি ওলি বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।আরো ৪টি এইচভিডিসি করার উদ্যোগ নেয়া হয়েছে যাতে আরো বিদ্যুৎ আমদানি সহজ হয়।
এদিকে নেপালের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, বিনিয়োগ সামিট-২০১৯ এ নেপালে ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে। জলবিদ্যুৎ নেপালের অন্যতম প্রধান বিনিয়োগ খাত। ৫ হাজার ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব পাওয়া গেছে, যার জন্য ব্যয় হবে ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। নেপাল আগামী ১০ বছরে বাংলাদেশে কমপক্ষে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করার আশা প্রকাশ করে।
প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, ঐক্যবদ্ধ ও সমন্বিত ভাবে এগুলে আঞ্চলিক সহযোগিতা বাড়বে, দ্রুত উন্নয়ন হবে। বেসরকারি খাতের সহযোগিতা বৃদ্ধিতে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সংলাপ অব্যাহত রাখতে হবে।
Be the first to comment