নিজস্ব প্রতিবেদক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৭ কোম্পানির ২০১৮-১৯ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ২ হাজার ৮৫১ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা করেছে। এর মধ্যে বিদ্যুৎ খাতের নয়টি এবং জ্বালানি খাতের আটটি কোম্পানি রয়েছে।
কোম্পানিগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য পাওয়া যায়।
চলতি অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিগুলো প্রথম তিন প্রান্তিকে মোট রাজস্ব আয় করে ২২ হাজার ৩০১ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ খাতের নয় কোম্পানির রাজস্ব আয় ৯ হাজার ৪২৭ কোটি টাকা, আর জ্বালানি খাতের ৮ কোম্পানির রাজস্ব আয় হয়েছে ১২ হাজার ৮৭৪ কোটি টাকা।
২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে বিদ্যুৎ খাতের কোম্পানিগুলো ৭ হাজার ৬৮৪ কোটি টাকা এবং জ্বালানি খাতের কোম্পানিগুলোর ১২ হাজার ৭৮৫ কোটি টাকা রাজস্ব আয় করেছিল। সে হিসেবে এক বছরের ব্যবধানে বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর রাজস্ব আয় বেড়েছে ১ হাজার ৭৪২ কোটি টাকা বা ২২ দশমিক ৬৭ শতাংশ। আর জ্বালানি খাতের কোম্পানিগুলোর রাজস্ব আয় বেড়েছে ৮৯ কোটি টাকা বা দশমিক ৭০ শতাংশ।
রাজস্ব বাড়ার কারণে কর-পরবর্তী মুনাফাও বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর। চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৭ কোম্পানির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ৮৫১ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ খাতের নয়টি কোম্পানির মুনাফা হয়েছে ১ হাজার ৮০১ কোটি টাকা, আর জ্বালানি খাতের আট কোম্পানির মুনাফা হয়েছে ১ হাজার ৪৯ কোটি টাকা।
২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর মুনাফা ছিল ২ হাজার ২৩৩ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ খাতের কোম্পানিগুলো ১ হাজার ২৪০ কোটি এবং জ্বালানি খাতের কোম্পানিগুলো ৯৯৩ কোটি টাকা মুনাফা করেছিল। সে হিসেবে এক বছরের ব্যবধানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর কর-পরবর্তী মুনাফা বেড়েছে ৬১৭ কোটি টাকা বা ২৭ দশমিক ৬৫ শতাংশ।
এর মধ্যে বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে ৫৬১ কোটি টাকা বা ৪৫ দশমিক ২৯ শতাংশ এবং জ্বালানি খাতের কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে ৫৬ কোটি টাকা বা ৫ দশমিক ৬৪ শতাংশ।
বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৯৩ দশমিক ৫৩ শতাংশ রাজস্ব আয় বেড়েছে সামিট পাওয়ারের। ২০১৮-১৯ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ২ হাজার ৩৮৮ কোটি টাকা, ২০১৮ সালের একই সময়ে ছিল ১ হাজার ২৩৪ কোটি টাকা
Be the first to comment