নিউজ ডেস্ক :
আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ৫৮ দশমিক ছয় তিন ডলারে।
একই সঙ্গে কমেছে ব্রেন্ট ক্রুড অয়েলের দামও। যুক্তরাজ্যের বাজারে এ অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৬৮ দশমিক ছয় নয় ডলারে। আগের সপ্তাহের তুলনায় যার দাম কমেছে প্রায় ৫ শতাংশ। বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বের সূত্র ধরে চীনের উৎপাদন খাত সংকুচিত হওয়ায় দেশটির তেল আমদানি কমেছে। এর প্রভাব পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। এর আগে সৌদি আরবের রফতানি কমানোর ঘোষণা তেলের ট্যাংকার ও পাম্প স্টেশনে আগুন লাগার পর প্রায় দুই সপ্তাহ উর্ধমুখী ছিল এ জ্বালানি পণ্যের দাম। চলতি বছরের মধ্যে এর দাম ৭৫ ডলার ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছিলেন বাজার বিশ্লেষকরা।
Be the first to comment