নিউজ ডেস্ক :
তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর জন্য জাতীয় কমিটির পক্ষ থেকে একটি বিকল্প প্রস্তাবনা সরকারকে দেওয়া হয়েছিল। জাতীয় পর্যায়ের বিভিন্ন গবেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত নিয়ে ২০১৭ সালের জুলাইয়ে ওই প্রস্তাবণা তারা প্রকাশ করেন। তবে এতে সরকারের কোনো আগ্রহ নেই।
আজ শুক্রবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় কমিটির বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় আনু মুহাম্মদ এসব কথা বলেন।
আনু মুহাম্মদ আরও বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে, কম দামে ঘরে ঘরে, শিল্প-কলকারখানা ও কৃষিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছাতে এমন কোনো প্রকল্পের প্রয়োজন নেই যা দেশের সর্বনাশ করে। আমরা দেখিয়েছি, রামপাল, মাতারবাড়ি এবং রূপপুরের মতো প্রকল্প না করেও আরও কম দামে সবার ঘরে বিদ্যুৎ পৌছানো সম্ভব। এই প্রস্ত্মাব সরকারের কাছে দিয়েছি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন দফতরে ওই প্রস্ত্মাব জমা দেওয়ার দুই বছর পার হয়েছে। তবে সরকার এটা নিয়ে কোনো আলোচনায় যেতে চাইছে না। উল্টো এমন সব প্রকল্প করছে, যে সব প্রকল্পে আর্থিক বোঝা তৈরি হবে, পরিবেশও হুমকিতে পড়ছে।
আনু মুহাম্মদ আরও বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ বিধ্বংসী কর্মকান্ডের কারণে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে সুন্দরবনকে বাদ দিতে পারে ইউনেস্কো। এটা শুধু আমাদের জন্য নয় সারা বিশ্বের প্রতিবেশ-পরিবেশ সুরক্ষার জন্য হুমকি স্বরূপ।
জাতীয় কমিটির জেলা আহ্বায়ক এস এ রশিদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় খুলনার সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট এনায়েত আলী, সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আমজাদ হোসেন, বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক ফররম্নখ হাসান জুয়েল, ডা. মনোজ কুমার দাসসহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
Be the first to comment