নিজস্ব প্রতিবেদক :
আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা পুরান ঢাকার দনিয়া পাটেরবাগ থেকে আদর্শ সড়ক এবং ইটালি মার্কেট থেকে রহমতবাগ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের কাজের জন্য এই সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি।
পাইপলাইনের সংযোগস্থলে মেরামত এবং সংযুক্তির কাজের জন্য এই এলাকার শিল্প, ক্যাপটিভ, সিএনজি, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস জানায়, দনিয়া জিয়া সরণি, পাটেরবাগ, জুরাইন, মীর হাজারিবাগ, জুরাইন মেডিক্যাল রোড, জুরাইন মাদ্রাসা রোড, এ কে স্কুল রোড এবং এর আশেপাশের এলাকার সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
Be the first to comment