১৪ লাখ টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন

জ্বালানি তেল

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৬ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ টাকায় ১৪ লাখ মেট্রিকটন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে
সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি । আজ বুধবার সচিবালয়ে কমিটির সভা শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন,“২০২০ পঞ্জিকাবর্ষে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের প্রক্রিয়াকরণের জন্য আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানি ও সৌদি এরাবিয়ান ওয়েল কোম্পানি থেকে মারবান ও এরাবিয়ান লাইট ক্রুড- এএলসি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার টু সরকার নীতি অনুসরণ করে ১৪ লাখ মেট্রিকটন অপরিশোধিত তেল কেনা হবে। এতে ব্যয় হবে ৬ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ টাকা।”

অন্য একটি প্রস্তাবে ২০২০ সালের জানুয়ারি থেকে জুন সময়ে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় ৫ হাজার কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকার গ্যাস অয়েল, জেট এ, ফার্নেস অয়েল ও মোগ্যাস আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

এ প্রস্তাবে ৫ দশমিক ৬৬৯ থেকে ৬ দশমিক ৫৬৪ মিলিয়ন ব্যারেল (৭ লাখ ৬০ হাজার থেকে ৮ লাখ ৮০ হাজার মেট্রিকটন) গ্যাস অয়েল। শূন্য দশমিক ৮৮০ মিলিয়ন ব্যারেল (১১০,০০০ মেট্রিকটন) জেট এ। ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল এবং শূন্য দশমিক ২৫৮ মিলিয়ন ব্যারেল (৩০ হাজার মেট্রিক টন) মোগ্যাস ক্রয় অনুমোদন দেওয়া হয়।

এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য নেটওয়ার্ক সম্প্রসারণ ( ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, ও সিলেট বিভাগ) শীর্ষক প্রকল্পের আওতায় ২৬ হাজার ৭৪০ কিলোমিটার সঞ্চালন লাইনের জন্য কন্ডাক্টর, এসিএসআর, বেয়ার কেনারর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ কাজটি বাস্তবায়ন করবে বিদ্যুৎ বিভাগ। এ খাতে ব্যয় হবে ১৫১ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.