নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রথমবারের মতো একসঙ্গে দুটি ভাষায় নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গাজী রাকায়েতের পরিচালিত ছবির একটির নাম ‘গোর’। আর ইংলিশে যা দর্শক দেখতে পারবেন ‘দ্য গ্রেভ’ নামে ।
আজ ১৫ জানুয়ারি বুধবার বিএফডিসের নায়ক মান্না মিলনায়তনে এর ইংরেজি নাম ঘোষণা করা হয়। পাশাপাশি একই সময়ে গাজী রাকায়েত জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্মিত এ ছবি মুক্তি পাবে মুজিব জন্মশতবর্ষেই। সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রের সহপ্রযোজক ইমপ্রেস টেলিফিল্মস।
এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। সঙ্গে আছেন মৌসুমী হামিদ।
বিএফডিসিতে আয়োজিত গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান। তিনি গাজী রাকায়েত ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ করেন, এমন দক্ষ অভিনেতা-নির্মাতা আমাদের দেশে বিরল।
অনুষ্ঠানে গাজী রাকায়েত বলেন, ‘‘সব ছবি দুই ভাষায় নির্মাণের দরকার নেই। তবে কিছু চলচ্চিত্র প্রয়োজনীয়। সেই ভাবনা থেকেই ‘গোর’ ইংরেজিতেও নির্মাণ করা। অনেকে হয়তো ভাবতে পারেন এটি ডাবিং চলচ্চিত্র। কিন্তু আমরা দুটি ছবিরেই আলাদা শুট করেছি।’’
গাজী রাকায়েত ও মৌসুমী হামিদ ছাড়াও চলচ্চিত্রে অভিনয় করেছেন আশিউল ইসলাম, সুষমা সরকার, এ কে আজাদ সেতু, দীপান্বিতা প্রমুখ।
Be the first to comment