তিতাস গ্যাসের শেয়ারপ্রতি মুনাফা ২৪ শতাংশ কমেছে

তিতাস গ্যাস কোম্পানি

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২৪ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) এই মুনাফা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ১৪ পয়সা। এ হিসাবে মুনাফা কমেছে ৬২ পয়সা বা ২৪ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ইপিএস হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৮৯ পয়সা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০১ পয়সা বা ১ শতাংশ।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৯ টাকা ২৭ পয়সায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.