এবার চীনে কয়লা রফতানি বন্ধ করলো মঙ্গোলিয়ার

কয়লা

নিউজ ডেস্ক:

চীনে কয়লা রফতানি স্থগিতের ঘোষণা দিয়েছে পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়া। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি কমিশনের এক ঘোষণায় বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মঙ্গোলিয়া আগামী ২ মার্চ পর্যন্ত চীনে কয়লা সরবরাহ স্থগিত রাখবে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সতর্কতার অংশ হিসেবে মঙ্গোলিয়ার আসন্ন নববর্ষ উদযাপন থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি কমিশন।

এদিকে চীনে ক্রমেই মহামারি আকারে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ইতোমধ্যে এ ভাইরাসে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সরকারি হিসাবে, ৯ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৪০ হাজার ১৭১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে ডব্লিউএইচও। অন্তত ২৮টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস। চীনের বাইরে হংকং ও ফিলিপাইনে এতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ফিলিপাইনের ওই ব্যক্তিও চীনা নাগরিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.