নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষের মধ্যেই দেশের সব ঘরে বিদ্যুতের আলো পৌঁছাতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করে এ কথা জানান তিনি।
শেখ হাসিনা বলেন, আমরা নতুন প্রজন্মকে এমনভাবে শেখাতে চাই যারা বিশ্বে প্রতিযোগিতামূলক বাজারে তাল মিলিয়ে চলতে পারে। এজন্য প্রযুক্তির শিক্ষাটা একান্তভাবে দরকার। কর্মক্ষমতা ও কর্মসংস্থান বাড়াতে নতুন নতুন ক্ষেত্রও আমাদের প্রয়োজন।
এ সময় তিনি বলেন, বিদ্যুতের উৎপাদনে বাড়াতে কাজ করছে সরকার। মুজিববর্ষের মধ্যেই দেশের সব ঘরে বিদ্যুতের আলো পৌঁছাতে সরকার বদ্ধপরিকর।
ডিজিটাল বিভিন্ন পদ্ধতি বাস্তবায়নে অর্থনীতির অগ্রগতির পাশাপাশি কমে যাচ্ছে দুর্নীতির সুযোগ বলে মনে করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতটি জেলা ও ২৩টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন। জেলাগুলোর মধ্যে আছে ঢাকা, ফেনী, গোপালগঞ্জ, মেহেরপুর, নাটোর, পাবনা ও জয়পুরহাট। ২৩টি উপজেলা হচ্ছে-বাগেরহাট সদর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, কুমিল্লার মনোহরগঞ্জ ও দেবিদ্বার, দিনাজপুরের খানসামা, যশোরের সদর ও মনিরামপুর, জামালপুরের মাদারগঞ্জ, খুলনার তেরখাদা, কুষ্টিয়ার মিরপুর, লক্ষীপুরের রায়পুর, মৌলভীবাজারের জুড়ি ও কমলগঞ্জ, নওগাঁয়ের বদলগাছী ও পত্নিতলা, নারায়ণগঞ্জের আড়াইহাজার, নীলফামারী জেলার জলঢাকা, শেরপুরের ঝিনাইগাতী ও নকলা, টাঙ্গাইলের ঘাটাইল, ঠাকুরগাওয়ের রাণীশংকৈল এবং সুমানগঞ্জ জেলার ছাতক।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার, পাশাপাশি ফেনীতে নির্মিত ১১৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
Be the first to comment