ফিরলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক :
দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার (৩ জানুয়ারি) কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ সময় সকাল ১০টায় রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাকিব।

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। কোয়ারেন্টিন পর্ব শেষে ২০ জানুয়ারিতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবেন ক্যারিবীয়রা।

সিরিজ সামনে রেখে ১০ জানুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবেন টাইগাররা। করোনাবিধি মেনে সেদিনই দলের অনুশীলনে যোগ দেবেন সাকিব।

গত নভেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলেন সাকিব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.