১১টি বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিদ্যুৎ

নিউজ ডেস্ক :
হবিগঞ্জ শহরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে দিনভর অভিযান চালিয়েছে পিডিবি। ১১টি বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ১৬ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের পুরাতন পৌরসভা রোড, নতুন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিদ্যুৎ কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম ও হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ।

হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অবৈধ সংযোগ বন্ধ করতে বদ্ধপরিকর বিদ্যুৎ বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নিউ লাইফ কেয়ার ও পুরাতন পৌরসভা রোডের আম্বর আলী রেস্তোরাঁসহ ১১টি বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ১৬ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.