আন্তর্জাতিক ডেস্ক;
বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারি নিয়ন্ত্রণে বিশ্বের অনেক দেশে নতুন করে লকডাউন শুরু হলেও যুক্তরাষ্ট্রে জো বাইডেন সরকারের নতুন প্রণোদনা পরিকল্পনায় কমছে অর্থনৈতিক উদ্বেগ। ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এমন আশাবাদে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। গত ২৫ জানুয়ারি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩৪ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৫৫.৭৫ ডলার। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্ডারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৩৭ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে হয়েছে প্রতি ব্যারেল ৫২.৬৪ ডলার। রিস্ট্যাড এনার্জির তেলের বাজারবিষয়ক প্রধান বিজরনার টন হুগেন বলেন, ‘যদিও করোনা মহামারি এখনো কমে আসেনি তার পরও তেলের দাম বাড়ার কারণ কয়েকটি খবর।’ গত রবিবার ইন্দোনেশিয়ার কোস্ট গার্ড অবৈধ জ্বালানি সরবরাহের অভিযোগে ইরানের পতাকাবাহী একটি ও পানামার পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে। এ ছাড়া লিবিয়ার কয়েকটি বন্দরেও আন্দোলনের জেরে তেল রপ্তানি আটকে দেওয়া হয়েছে। ফলে বিশ্ববাজারে উপসাগরীয় তেল সরবরাহ নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র : রয়টার্স।
Be the first to comment