আজ শনিবার সিলেটের ১০ এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক
সিলেট নগরের ১০টি এলাকায় শনিবার (১৩ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এলাকাগুলো হলো- ১১ কেভি মির্জাজাঙ্গাল ফিডারের শেখঘাট, ইঙ্গুলাল রোড, কুয়ারপাড়, লামাবাজার, মদনমোহন কলেজ, রিকাবীবাজার, মনিপুরী রাজবাড়ী, লালাদিঘীরপাড়, জল্লারপাড়, দাড়িয়াপাড়া ও পাশ্ববর্তী এলাকা।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে দুঃখিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.