আন্তর্জাতিক ডেস্ক :
বিদ্যুৎখাতে বিনিয়োগের জন্য চিনের কাছ থেকে দুই হাজার ২০০ কোটি মার্কিন ডলার ঋণ নিয়েছিল পাকিস্তান। চীনের উদ্যোগে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় এই ঋণ দেওয়া হয়েছিল।
বিপুল পরিমাণ এই ঋণ মওকুফের জন্য চীনের কাছে অনুরোধ জানানোর পরিকল্পনা করছে পাকিস্তান। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে ইকোনোমিক টাইমস এ তথ্য জানিয়েছে।
অনানুষ্ঠানিকভাবে ঋণের শর্ত শিথিলের জন্য চীনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে পাকিস্তান। অবশ্য ঋণ মওকুফের ব্যাপারে চীনকে আনুষ্ঠানিকভাবে এখনও অনুরোধ জানায়নি ইমরান খানের সরকার।
মূলত বিদ্যুতের ঘাটতি পূরণের উদ্দেশ্যেই চীনা অর্থায়নে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। এই কেন্দ্রগুলোতে এখন বিপুল পরিমাণ বিদ্যুৎ উদ্বৃত থাকছে, যার উৎপাদন ব্যয় নির্বাহ করতে পারছে না পাকিস্তান।
Be the first to comment