নিউজ ডেস্ক :
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্যে শেষ যন্ত্রাংশ তৈরী করে পাঠিয়েছে রাশিয়ান কোম্পানি জিও পোডলস্ক জেএসসি। শেষ সেটের এই যন্ত্রে রয়েছে চতুর্থ এমএসআর এসপিপি -১২০০ এবং দ্বিতীয় উচ্চ চাপযুক্ত হিটার এইচপিএইচ – কে- ৫।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এটি একটি আর্দ্রতা পৃথকীকরন রিহিটার। এটি এমন ভাবে তৈরী করা হয়েছে যা টার্বাইনের হাই-প্রেসার সিলিন্ডারের উপরের ভেজা বাষ্প শুষ্ক করে ।
যন্ত্রাংশটিকে তিনটি অংশে পাঠানো হয়েছে । এরমধ্যে রয়েছে ৪১ টন ওজনের একটি সেপারেটর , একটি প্রথম স্টেজের রিহিটার যার ওজন ৮৬ টন এবং একটি দ্বিতীয় স্টেজের রিহিটার। এটির ওজন ওজন ১০৫ টন।
উচ্চ চাপযুক্ত হিটারটি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের টার্বাইন হলের যন্ত্রাংশ । এটি ১১ মিটার দৈর্ঘ্য ও ১২০ টন ওজন বিশিষ্ট একটি বৃহৎ আকারের যন্ত্র।
যন্ত্রটি স্টীম জেনারেটরের সরবরাহকৃত পানিকে উত্তপ্ত করে এবং টার্বাইনের প্রাথমিক স্টীমকে কে ঠান্ডা করে ও ঘনীভুত করে ।
এই সরঞ্জাম গুলোর সর্বমোট ওজন ৩৫০ টন । যন্ত্রাংশগুলো কর্মক্ষমতা ৫০ বছর । জিও পোডলস্ক জেএসসি এর পরমানু প্রকৌশল বিভাগ এই সরঞ্জামগুলোর ডিজাইন ডকুমেন্টেশন এবং সরঞ্জামগুলো প্রস্তুত করার ডিজাইন সরবরাহ করে ।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা ও বাস্তবায়ন রাশিয়ান ডিজাইন অনুযায়ী হচ্ছে । এই কেন্দ্রে ২টি বিদ্যুৎ ইউনিটে ভিভিইআর থ্রি প্লাস রিয়াক্টর থাকবে এবং প্রত্যেকটি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। কেন্দ্রটি আগামী ২০২৪ এ উৎপাদনে আসবে। এটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
Be the first to comment