টাকার জন্য বিদেশিদের মুখাপেক্ষী হতে যাবেন না: তৌফিক ই ইলাহী

নিজস্ব প্রতিবেদক:

টাকার জন্য বিদেশিদের মুখাপেক্ষী হতে যাবেন না। দুই-চারটা ল্যাবরেটরি করার মতো সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী।

রোববার (২১ মার্চ) বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল আয়োজিত ভার্চুয়াল সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি (প্রস্তাবিত) স্থাপন সংক্রান্ত আলোচনার জন্য এই সেমিনারের আয়োজন করা হয়। তবে তৌফিক ই ইলাহী রিনিউয়েবল বাদ দিয়ে ন্যাশনাল এনার্জি ল্যাবরেটরি নামকরণ করার সুপারিশ করেন।

তিনি আরও বলেন, বিসিএসআইআর দীর্ঘদিন ধরে গবেষণার কাজ করছে। কিন্তু চোখে দেখার মতো কোনো অবদান নেই। বুয়েটে ল্যাব রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিছু কিছু ল্যাব রয়েছে। কি কারণে যেনো আমরা সফল হই না। কেনো হই না সেটি ভেবে দেখা দরকার। আমার মনে হয়, অনেক সময় রিয়েলিটি থেকে অনেক দূরে থাকায় এই সমস্যা হচ্ছে। আপনারা অনেকটা জনবিচ্ছিন্ন।

সবাইকে অনুসরণ করবো বিষয়টি এমন হলে চলবে না। তবে কিছু ক্ষেত্রে কপিং করার প্রয়োজন পড়ে। আমরা টেকনিক্যাল সাপোর্ট নিতে পারি। বাস্তবতার নিরিখে কাজ করতে হবে। রিসার্চার, ইন্ডাস্ট্রি এবং সরকারের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। তাদের মধ্যে নেটওয়ার্ক সিস্টেম কিভাবে গড়া যায় তার একটি মেকানিজম থাকা দরকার। সাইলোতে থাকলে চলবে না, পৃথিবী বড় হচ্ছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, সব ঢাকা ভিত্তিক হচ্ছে। এই ল্যাব ঢাকার বাইরে করা যায় কিনা! আবার সেন্ট্রালের পাশাপাশি ঢাকার বাইরে ছোটো আকারে থাকতে পারে।

জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান বলেন, বিদেশিরা এসে হয়তো ল্যাব স্থাপন করে দেবে। এরপর চালাতে হবে আমাদের, তার জন্য দক্ষ জনবল তৈরি করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.